২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি কার্যক্রম
B ও C - ইউনিট এর ফলাফল প্রকাশিত হয়েছে
বিশেষ বিজ্ঞপ্তি
|
আগামী ২০/০৬/২০২৩ তারিখ হতে GST গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন https://gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশিত হবে। |
মোবাইল নম্বর পরিবর্তন
নিম্নে উল্লেখিত পদ্ধতিতে কোন আবেদনকারী বিশেষ প্রয়োজনে তার মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেঃ
- আবেদনকারী নিজে GST অন্তর্ভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের ICT Cell/ICT Center-এ (সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মদিবসে সকাল ১০টা হতে বিকাল ৪টা) সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র (এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, পরিদর্শকের স্বাক্ষরিত মূল প্রবেশপত্র)-এর মূল কপি উপস্থাপন করতে হবে।
- দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সব কিছু যাচাই করে মোবাইল নম্বর পরিবর্তনের বিষয়ে ব্যবস্থা নিবেন।
|