Helpline

E-mail
help@gstadmission.ac.bd

২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি কার্যক্রম

B ও C - ইউনিট এর ফলাফল প্রকাশিত হয়েছে


বিশেষ বিজ্ঞপ্তি

আগামী ২০/০৬/২০২৩ তারিখ হতে GST গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন https://gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশিত হবে।

মোবাইল নম্বর পরিবর্তন

নিম্নে উল্লেখিত পদ্ধতিতে কোন আবেদনকারী বিশেষ প্রয়োজনে তার মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেঃ

  1. আবেদনকারী নিজে GST অন্তর্ভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের ICT Cell/ICT Center-এ (সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মদিবসে সকাল ১০টা হতে বিকাল ৪টা) সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র (এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, পরিদর্শকের স্বাক্ষরিত মূল প্রবেশপত্র)-এর মূল কপি উপস্থাপন করতে হবে।
  2. দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সব কিছু যাচাই করে মোবাইল নম্বর পরিবর্তনের বিষয়ে ব্যবস্থা নিবেন।